
সেখ রিয়াজুদ্দিনঃ
সারা ভারত ফরোয়ার্ডব্লক মুরারই এক নম্বর ব্লক লোকাল কমিটির ১৯ তম সম্মেলন উপলক্ষে দলীয় পতাকা ব্যানার সহ সুসজ্জিত মিছিলের মাধ্যমে মুরারই বাজার এলাকা পরিক্রমা করে। দলীয় সূত্রে জানা যায় যে, পার্টির সাংগঠনিক নিয়ম অনুযায়ী সদস্যদের মাধ্যমে সারা ভারতবর্ষব্যাপী ফরোয়ার্ডব্লক পার্টির পক্ষ থেকে ব্রাঞ্চ, লোকাল, জেলা, রাজ্য এবং কেন্দ্রীয় সম্মেলনের প্রসেস চলছে। সর্বত্র পার্টির লোকাল সম্মেলন গুলো প্রায় শেষের দিকে। অনুরূপ আজ সোমবার মুরারই এক নম্বর ব্লকের ফরোয়ার্ডব্লক পার্টির ১৯ তম লোকাল সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন মিছিলের অগ্রভাগে এবং সম্মেলনে উপস্থিত ছিলেন ফরোয়ার্ড ব্লকের বীরভূম জেলা সম্পাদক তথা নলহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দীপক চ্যাটার্জী, মুরারই লোকাল কমিটির নেতা রুহুল শেখ প্রমুখ নেতৃত্ব। উল্লেখ্য ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। সেই দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালনের জন্য ও দলীয় কর্মীদের মধ্যে আলোচনা করা হয়।