শিব মন্দির প্রতিষ্ঠা দুবরাজপুরে

সন্তোষ পালঃ

দুবরাজপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ডে রঞ্জন বাজার বটতলা কালী মন্দির কমিটির পক্ষ থেকে আজ ১৬ জানুয়ারী শিবমন্দির প্রতিষ্ঠা করা হয়। ফিতে কেটে যার শুভ উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, সঙ্গে ছিলেন দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বুলটি চক্রবর্তী, বেনারস থেকে আগত তিন পুরোহিত সন্তোষ পান্ডে, কানাইয়া পান্ডে এবং মনোজ পান্ডে ।এছাড়াও আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত সিংহ, দেবাশীষ সিংহ, সম্পদ দাস, বিমল কর্মকার বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, অশোক লোসলকা সহ বহু মানুষ। এদিন প্রায় ১০০ জন দুঃস্থ মানুষকে কমিটির পক্ষ থেকে কম্বল প্রদান করা হয়। সারাদিনব্যাপী চলে হোম-যজ্ঞ-আরতি। সন্ধ্যায় নাম সংকীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *