
দীপককুমার দাসঃ
সম্প্রতি ভারতের বৃহত্তম বাইক নির্মাণকারী সংস্থা টিভিএস কোম্পানি বাজারে এনেছে নতুন বাইক-রনিন। অ্যাপাচি সিরিজের পর এটাই টিভিএসের সবচেয়ে ষ্টাইলিষ্ট বাইক। আজ বুধবার দুপুরে বীরভূমের সিউড়ির তৃপ্তি টিভিএস শোরুমে এই বাইকটি লঞ্চ হলো।একটি অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন বাইক রনিন বীরভূমের বাইকপ্রেমীদের সামনে আনা হলো এদিন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআই-এর চিফ জেনারেল ম্যানেজার মনোজ কুমার, তৃপ্তি টিভিএসের কর্ণধার তৃপ্তি মুখার্জী, টিভিএসের টেরিটোরি ম্যানেজার অরিন্দম ঘোষ সহ বিশিষ্ট ব্যাক্তিরা। ২২৫সিসি ইঞ্জিন, পাঁচটি গিয়ার বিশিষ্ট এই অত্যাধুনিক বাইকে আছে এলইডি লাইট, ব্লু ট্রুথ, ডিজিট্যাল ইনষ্ট্রুমেন্ট ক্লাষ্টার টার্ণ বাই টার্ণ নেভিগেশন, ডুয়েল চ্যানেল এবিএস সহ আরো অনেক ফিচার। শহরের যেকোন রাস্তায় অলিগলিতে সহজেই এই বাইক চালানো সম্ভব বলে বলে জানিয়েছেন টিভিএসের টেরিটোরি ম্যানেজার অরিন্দম ঘোষ।