
বিপিন পালঃ
বীরভূম জেলার খয়রাশোল থানার ভীমগড়ের ভজন কুটীর গত মাস দেড়েক আগে আগুনে ভস্মীভূত হয়ে যায়। সেসময় ভীমগড় ভজন কুটীরে হাজির হন বহু ভক্ত, বিধায়কেরা, আমলারা এবং এলাকাবাসীরা। তারা আশ্বাস দেন মন্দির তৈরীতে সকল রকম সাহায্যের। পরবর্তীতে বীরভূম, পশ্চিম বর্ধমান জেলা ছাড়াও অন্যান্য বহিরাগত ভক্তদের আর্থিক সাহায্যে পুনরায় শুরু হয় ভজন কুটীর, ভক্তিবেদান্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং পাঁচিল নির্মানের কাজ। ভজন কুটীর নির্মান, ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও পাঁচিল নির্মানের কাজ তদারকির মুল দায়িত্বে রয়েছেন শিবানন্দ প্রভূ। দুর্গাপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ ঔদার্য্য চন্দ্র দাস ব্রহ্মচারী ভীমগড় ভজন কুটীর, ভক্তিবেদান্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টার সহ সীমানার পাঁচিল ঘেরার কাজ কিভাবে হবে বুঝিয়ে দিচ্ছেন শিবানন্দ প্রভূকে। আজ ঔদার্য্য প্রভূর উপস্থিতিতে ভজন কুটীর নির্মানের আগাম রুপরেখা সম্বন্ধে বিষদে ভক্তদের এবং বিশিষ্টজনদের সাথে আলোচনা করলেন। উপস্থিত সকল ভক্তদের সুস্বাদু প্রসাদ সেবা করানো হয়।

