দীপককুমার দাসঃ
সিউড়ির জেলা স্কুলের সরস্বতী পূজো অন্যতম আকর্ষণ। এবারের বিষয়-সর্বগ্রাসী। বাচ্চা থেকে বড়রা মোবাইলে দিন দিন বেশি করে আসক্ত হয়ে পড়ছে। ফলে প্রভাব পড়ছে তাদের পড়াশুনায় ও মানসিক বিকাশে। হয়ে উঠছে আত্মকেন্দ্রিক। এই আসক্তি থেকে মুক্তি দিতে পারে বই। আর এই বার্তা দিতে পিচবোর্ডের প্যাকিং বাক্স দিয়ে সাজানো হয়েছে জেলা স্কুলের ভিতরের চত্বর।প্যাকিং বাক্সের উপর ড্রইং করে সাজানো হয়েছে মন্ডপ সজ্জা। গোলাকার বাগান জুড়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে নানা পোষ্টার। সেই পোষ্টারে কোনটায় লেখা মোবাইল ফোন মানসিক দূরত্ব বাড়ায়, কোনটায় লেখা মোবাইল ফোনের সেলফির জন্য দূর্ঘটনা ঘটছে, মোবাইল অবসাদ আনে, ফেসবুক নয় ফেকবুক ইত্যাদি। সরস্বতীর পিছনে বই দিয়ে ইনষ্টলেশনের কাজ করা হয়েছে। এই স্কুলের দুই ড্রইং শিক্ষক সারথী দাস ও প্রদীপ সাউ এর নির্দেশ মতো ছাত্ররা এই মন্ডপসজ্জা করেছে। ড্রইং শিক্ষক সারথী দাস জানান, এটা থিম নয়, এটা একটা ইনষ্টলেশন উইথ প্রোজেক্টর। মোবাইল কিভাবে ঘরে ঘরে ঢুকে পড়েছে এবং ছাত্রছাত্রীরা তাতে আসক্ত হয়ে পড়ছে। এই সর্বগ্রাসী মোবাইলের কুফল দেখানো হয়েছে ইনষ্টলেশন আর্টের মাধ্যমে। এছাড়া পূজো উপলক্ষ্যে আবৃত্তি, গান, নাটক, চিত্র প্রদর্শনী, বিজ্ঞান মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। লুকিয়ে থাকা বহুমুখী প্রতিভাকে বিচ্ছুরিত করাই এই মূল উদ্দেশ্য।