বীরভূম চাইল্ড লাইনের বিশেষ সচেতনতা শিবির সাহাপুর হাইস্কুলে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহাপুর হাইস্কুলে বীরভূম চাইল্ড লাইনের পক্ষ থেকে আজ ২৬ জানুয়ারী একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। অন্ততঃ ২০০ জন ছাত্র-ছাত্রী এই শিবিরে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বীরভূম চাইল্ড লাইনের পক্ষ থেকে শেখ ফজলুর রহমান, ধিমান ভট্টাচার্য সহ সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সালাউদ্দিন এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। চাইল্ড লাইনের পক্ষ থেকে বাল্যবিবাহের কুফল,নারী পাচার প্রতিরোধে নানা ব্যবস্থা নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়। এই আলোচনা চক্রে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা নিজের অভিমত ব্যক্ত করেন।এই ধরনের সচেতনতা শিবির বিদ্যালয়ে বড় জরুরী বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সালাউদ্দিন। এমন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী অভিভাবক সহ স্কুল কর্তৃপক্ষ প্রত্যেকে খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *