
শম্ভুনাথ সেনঃ
বিদ্যার আরাধ্যা দেবী সরস্বতী পূজা আজ। স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আজ প্রত্যেক বাড়িতেই হয় বাগদেবীর আরাধনা। মা বীনাপাণিকে সাক্ষী করে পুরোনো রীতি অনুযায়ী এদিন অনেক শিশুর প্রথম হাতেখড়ি দেওয়া হয়। এই দিনটিতে বীরভূমের খয়রাশোল ব্লকের “চৈতন্যপুর গীতাভবনে” হাতেখড়ি নিল শিশুরা। বাসুদেবের নিত্যসেবা ও মা সরস্বতীর পুষ্পাঞ্জলীর পর এদিন স্লেটে খড়ি দিয়ে অ, আ লিখিয়ে শিশুদের হাতেখড়ি দেন গীতাভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ। ঐশী পাল, শুভায়ন সেন, দূর্বা গড়াই এবং বাসুদেব মণ্ডল এই চারজন শিশু এদিন প্রথম হাতে খড়ি নেয়। খুব আনন্দের সঙ্গে এদিন শিশুরা মহারাজের সঙ্গে মন্ত্র উচ্চারণ করে। শিশুদের উচ্চ শিক্ষা লাভের সঙ্গে প্রকৃত মানুষ হওয়ার আশীর্বাদ করেন তিনি।