তিনদিন ব্যাপী নাট্যমেলা দুবরাজপুরে

সন্তোষ পাল

বিশিষ্ট নাট্যকার সফদার হাসমির জন্মদিন ও জাতীয় পথনাটক দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ১০ থেকে ১২ এপ্রিল পথনাটক উৎসবের আয়োজন করা হয় বীরভূম জেলার দুবরাজপুর মাদৃকসংঘ সাংস্কৃতিক ময়দানে। সাংস্কৃতিক চর্চা কেন্দ্র একলব্যের উদ্যোগে এমন উপস্থাপন। আজ ১০ই এপ্রিল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিশ্বজিৎ দে, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, বিশিষ্ট নাট্যকার অভিনেতা ও নির্দেশক সুবিনয় দাস, একলব্যের কর্ণধার মধুসূদন কুন্ডু, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য মলয় ঘোষ, অনুষ্ঠানের সভাপতি সুব্রত উপাধ্যায়সহ আরো অনেকে। নাটকের গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সঙ্গীতশিল্পী মৈনাক কুণ্ডু ও শ্রদ্ধা চক্রবর্তী। এরপর একলব্য নাট্যসংস্থা পরিবেশন করে নাটক “পরিবেশ এক”। তারপর থিয়েটার অভিযানের নাটক “জীবনের পথে” পরিবেশিত হয়। নির্দেশনায় ছিলেন সুবিনয় দাস। এদিন বোলপুর, সিউড়ি ও আসানসোলের নাট্যগোষ্ঠীগুলি নাটক পরিবেশন করে। তিনদিন ব্যাপী বীরভূম, বর্ধমান, নদীয়া ও কলকাতার একাধিক নাট্যসংস্থা নাটক পরিবেশন করছে তিনদিন ব্যাপী। উল্লেখ্য করোনা মহামারীর জন্য দীর্ঘদিন তেমন কোন অনুষ্ঠান করা যায়নি, তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই একলব্য চর্চাকেন্দ্র এমন নাট্যমেলার আয়োজন করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *