শম্ভুনাথ সেনঃ
রেলের সম্প্রসারণ ও উন্নয়নমুলক কাজের অগ্রগতির জন্য রেলের জায়গা দখল করে গড়ে ওঠা ৪০ টি দোকান-ঘর ভেঙে উচ্ছেদ অভিযান চালালো রেল কতৃপক্ষ। আজ ৪ ফেব্রুয়ারি বীরভূমের মুরারই রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। রেল পুলিশের দাবী মুরারই রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সম্প্রসারণের কাজের জন্য রেলের জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকান ও বেশ কিছু রাজনৈতিক দলের দলীয় কার্যালয় সরিয়ে নেওয়ার জন্য অনেক আগেই নোটিশ দেওয়া হয়েছিল। এমনকি নির্মান সরিয়ে নেওয়ার জন্য বারবার মাইকে ঘোষনাও করা হয়। তা সত্ত্বেও সেই সব অবৈধ নির্মান সরিয়ে নেওয়া হয়নি। তাই আজ বুলডোজার চালিয়ে সেইসব অবৈধ নির্মান উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ। তবে এদিন উচ্ছেদ করতে গিয়ে কোনো বাধার মুখে পড়তে হয়নি রেলওয়ে কতৃপক্ষকে। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ছবি: দিপু মিঞা, মুরারই, বীরভূম।