অপসারিত জেলা পুলিশ সুপার

সন্তোষ পালঃ

বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে সরিয়ে দেওয়া হল। ৪ ফেব্রুয়ারি বীরভূমের বর্ধিষ্ণু গ্রাম মাড়গ্রামে বোমা বিস্ফোরণের জেরে ২ তৃণমূল কর্মীর মৃত্যু হয়। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার রাত আটটায় বিস্ফোরণের জেরে যে দুই তৃণমূল কর্মী মারা যান তারা হলেন নিউটন শেখ এবং লাল্টু শেখ। বীরভূম জেলার পুলিশ সুপার হয়ে আসছেন সুন্দরবন জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। উল্লেখ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে নগেন্দ্রনাথ ত্রিপাঠী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেন। তারপর তাকে নির্বাচন কমিশন বীরভূমের পুলিশ সুপার করে পাঠান। যদিও ত্রিপাঠীর সময়ে যেসব ঘটনা ঘটে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২২ সালে বগটুই হত্যার ঘটনা। সদ্য মুখ্যমন্ত্রীর জেলা সফরেও দেখা গিয়েছিল পুলিশ সুপারকে। কিন্তু ৪ঠা ফেব্রুয়ারির ঘটনার জেরেই ৫ই ফেব্রুয়ারী তাকে অপসারণের সিদ্ধান্ত নেয় নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *