আজ থেকে শুরু হল লাভপুরের ফুল্লরা মহামেলা

মেহের সেখঃ

একান্ন সতীপীঠের মধ্যে পাঁচটি সতীপীঠ রয়েছে বীরভূমে। বীরভূমের লাভপুরে মা ফুল্লরা সতীপীঠে দেবীর ওধো ওষ্ঠ তথা নীচের ঠোঁট পড়েছিল। এখানে দেবী মা ফুল্লরা নামে পূজিতা হন। মা ফুল্লরার আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছর মাঘী পূর্ণিমায় এখানে দশ দিনের একটি গ্রাম্য মেলা বসে। এ বছর মেলাটা ১২৪ বছরে পড়লো। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কবি’ উপন্যাস সহ একাধিক সাহিত্য ক্ষেত্রে এই মেলার উল্লেখ রয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু হল এবারের মেলা। চলবে পরবর্তী দশ দিন। এই মেলার উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন ডাক্তার সুকুমার চন্দ্র ওরফে বিশু ডাক্তার, বোলপুরের সাংসদ অসিত মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সমাজকর্মী অমরচাঁদ কুণ্ডু, শোভন চৌধুরী, আব্দুল মান্নান, তরুন চক্রবর্তী, কাজল শেখ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *