
সেখ রিয়াজুদ্দিনঃ
পঞ্চায়েত ভোট আসতে না আসতেই বোমাবারুদের গন্ধ এবং খুনোখুনিতে উত্তপ্ত বীরভূমের রামপুরহাট এলাকা। বছর ঘুরতে না ঘুরতেই বীরভূমের রামপুরহাটের বগটুই এ তৃণমূল নেতা ভাদু সেখকে খুনের পর ফের তৃনমূল কর্মী খুন মাড়গ্রাম এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ৪ ফেব্রুয়ারি রাত্রি দশটা নাগাদ মাড়গ্রাম হাসপাতাল মোড় সংলগ্ন স্থানে কংগ্রেস কর্মী সামসুর সেখ এর সাথে বচসা থেকে বোমাবাজির ঘটনা ঘটে। বোমার আঘাতে দুজন জখম হয়ে পড়ে। জখম ব্যক্তিদের পরিচয়ে জানা যায় মারগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো সেখ এর ভাই লাল্টু সেখ এবং তার সহযোগী নিউটন সেখ। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাবার পথেই নিউটন শেখ মারা যায়। অপরজনও মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় কোলকাতা এস এস কে এম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাল্টু সেখ মারা যায় বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে। মৃত নিউটনের পরিবারের দাবি দুস্কৃতিকারীরা আগে বিজেপি সমর্থক ছিল বর্তমানে তারা কংগ্রেস নেতা সুজা উদ্দিন শেখ এর সাথে যুক্ত। তাদের ষড়যন্ত্রেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন। নিহতের স্ত্রী ফিরদৌসী বিবি খুনের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি এবং সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন। মারগ্রাম থানার পুলিশ উক্ত ঘটনার প্রেক্ষিতে চারজনকে গ্রেফতার করেছে বলে জানা যায়। গ্রামে উত্তেজনা থাকায় সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।