
সেখ রিয়াজুদ্দিনঃ
জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি প্রভাবিত সিউড়ী পৌর মজদুর কংগ্রেসের পক্ষ থেকে সোমবার এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় সিউড়ি পৌরসভার সম্মুখে। বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা করা হয়। পাশাপাশি সিউড়ি পৌরসভার অস্থায়ী শ্রমিকদের ইপিএফ চালুর দাবিতেও আওয়াজ তোলে বিক্ষোভকারীরা। দলীয় পতাকা এবং বিভিন্ন ধরনের শ্লোগান লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে পৌরসভার সামনে জমায়েত হয়। সেখানে পথ সভায় কেন্দ্রীয় সরকারের বাজেটের বিভিন্ন দিকগুলো তুলে ধরে বলেন এই বাজেট গরীব, মধ্যবিত্ত পরিবারের তথা জনগণের জন্য সহায় নয়।পাশাপাশি সিউড়ি পৌরসভা কর্তৃপক্ষ পৌরসভার অস্থায়ী শ্রমিকদের ইপিএফ চালুর ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না তা নিয়েও পথ সভায় ক্ষোভ প্রকাশ করেন বীরভূম জেলা আইএনটিইউসি সভাপতি মৃণাল কান্তি বসু। এছাড়াও সিউড়ী পৌর মজদুর কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন সাধন দাস, পূর্নিমা মাহারা, দীপিকা মাহারা প্রমুখ।