শম্ভুনাথ সেনঃ
ঝাড়খন্ড সীমান্তবর্তী বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতে একটি মাত্র উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান– “লক্ষ্মীনারায়নপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়”। ১৯৭৩ সালে প্রত্যন্ত গ্রাম এলাকায় এই বিদ্যালয় গড়ে ওঠে। আজ এই বিদ্যালয়ে উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১৮টি প্রতিযোগিতার সাথে আজ বালিকাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি আনারুল হোসেন খান সহ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুল রহমান, দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া শিক্ষিকা তপতী দত্ত ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার শিক্ষানুরাগী অভিভাবকবৃন্দ। প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।