সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার রামপুরহাট মহকুমা এলাকার মারগ্রামে জোড়া তৃণমূল কর্মী খুনের ঘটনায় মারগ্রাম থানার পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। সোমবার তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃত অভিযুক্তদের মধ্য সুজাউদ্দিন শেখ ও তার দুই ছেলে লাকি আহমেদ ও বাপি আহমেদ ও রঞ্জিত শেখকে ৮ দিনের পুলিশি হেফাজত এবং ছোটু মাল ও আকবর শেখ এই দুজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারী রাত্রি দশটায় মারগ্রাম থানার মারগ্রাম হাসপাতাল মোড়ে বোমার আঘাতে স্থানীয় মারগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো সেখ এর ভাই লাল্টু সেখ এবং তার সহযোগী নিউটন সেখ বোমার আঘাতে গুরুতর আহত অবস্থায় লুটিয়ে পড়ে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার পর নিউটন সেখকে মৃত বলে ঘোষণা করেন। এবং লাল্টু সেখ এর শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় কোলকাতা এস এস কে এম হাসপাতালে স্থানান্তর করেন। পরদিন রবিবার লাল্টু সেখ সেখানে মারা যায় বলে খবর। গতকাল নিহত নিউটন সেখ এর স্ত্রী অভিযোগ করেন যে, দুস্কৃতিকারীরা আগে বিজেপি সমর্থক ছিল বর্তমানে তারা কংগ্রেস নেতা সুজাউদ্দিন সেখ এর সাথে সাথে যুক্ত, তারাই এই খুনে জড়িত। খুনের অভিযোগে ধৃত সুজাউদ্দিন সেখ এর স্ত্রী সোনালী বেগম এর দাবি তার স্বামী তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং বর্তমানে পদেও বহাল রয়েছে, পঞ্চায়েত সহ বিভিন্ন স্থানে সহি দেখে সেটা প্রমাণিত হবে। স্বামী সহ দুই ছেলেকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ।