সেখ রিয়াজুদ্দিনঃ
১৩ ফেব্রুয়ারি বীরভূম জেলার পাথর শিল্পাঞ্চল এলাকার রাজগ্রাম পাথর লোডিং ইউনিয়নের চারটি সংগঠন যৌথ আন্দোলনের রূপরেখার উদ্দেশ্যে মূরারই সিপিআইএম অফিসে আয়োজিত হয় প্রস্তুতি সভা। শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ইপিএফ চালু, ইন্সুরেন্স, সামাজিক সুরক্ষা ইত্যাদির দাবিতে আগামী মাসে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়। সেই পরিপ্রেক্ষিতে রাজগ্রাম পাথর মালিক সমিতি এবং প্রশাসনের নিকট পেশ করা হবে উক্ত দাবিগুলো বলে সংগঠন সূত্রে খবর। এদিনের সভায় উপস্থিত ছিলেন আই এন টি ইউ সি জেলা সভাপতি মৃণাল কান্তি বসু, সি আই টি ইউ সভাপতি দুকরি রাজবংশী, টিইউসিসি সভাপতি দীপক চ্যাটার্জি, এআইটিইউসির পক্ষে শান্তি ঘোষ, আয়েশা খাতুন প্রমুখ নেতৃবৃন্দ।