শম্ভুনাথ সেনঃ
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হত্যাকাণ্ডে শহীদ স্মরণ দিবস। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া অতিক্রমকালে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন-বাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। এই হামলার ফলে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ(সিআরপিএফ) কর্মী মারা যায়। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। শেষ পর্যন্ত পাকিস্তান এই দায় স্বীকার করে। পুলওয়ামা কাণ্ডে এই দিনটিকে স্মরণীয় করতে নিহত জোয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে বীরভূমের লাভপুর ব্লকের মহোদরী উচ্চ বিদ্যালয়ে আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে ৪০ জন শহীদের স্মৃতিতে আজ ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। “অন্য বসন্ত” ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ এবং বিশেষ সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় “রক্তবন্ধু” সংস্থা। আগ্রহী রক্তদাতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি রক্তদাতাদের হাতে একটি স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এলাকায় মানুষের স্বেচ্ছায় রক্তদান করার প্রবণতা লক্ষ্য করা গেছে।