সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার রাজনগর ব্লকের গাইসারা শরীফে অবস্থিত সৈয়দ আবুল হোসেন বোখারী তথা দাদা হুজুরের মাজার শরীফ। সেখানে মাজার শরীফ ঘিরে প্রতিবছর মাঘ মাসের শেষ দিকে অনুষ্ঠিত হয় উরস মোবারক। উল্লেখ্য গত ১৮ জুন ২০২২ ইন্তেকাল করেন বীরভূম জেলার গাইসাড়া শরীফের পীরে তরিকাত রাইসুল আবেদিন হজুর সৈয়দ নুরুল হোসেন বোখারী নূর এ মিল্লাত রহমতুল্লাহি।উনার ও মাজার শরীফ দাদা হুজুরের মাজার শরীফের পাশাপাশি বিরাজমান। সেই হিসেবে উনাদের স্মরণে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হয় উরস মোবারক।গত ৯ ফেব্রুয়ারি থেকে শুভসূচনা হয় উরস মোবারকের। সেই উপলক্ষে কোরআন তেলাওয়াত, মাজার শরীফ জিয়ারত, রক্তদান শিবির,মিলাদ মাহফিল, দোয়া খয়ের,সিন্নি বিতরণ,ধর্মীয় জলসা ইত্যাদির মাধ্যমে কর্মসূচি পালিত হয়। খানকাহ এ বুখারী শরীফের পক্ষ থেকে প্রথমেই মাজার শরীফে চাদর পরশী হওয়ার পর বিভিন্ন গ্রামের পক্ষ থেকে চাদর চড়ানো হয়। সেই সাথে জেলা ছাড়া রাজ্যের বিভিন্ন জেলা এমনকি অন্যান্য রাজ্য থেকে ও বহু মুরিদ ভক্তও শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। সোমবার রাত্রে ধর্মীয় জলসার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পিরপিরে তরিকত আওলাদে রাইসুল আবেদীন হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ সাইফুল হোসেন বোখারী গদ্দি নসীন খানকাহ এ বোখারিয়া গাইসারা শরিফ। ছিলেন সৈয়দ আহমেদ হোসেন বোখারী ওরফে সাদ বাবা। জলসায় প্রধান বক্তা ছিলেন মুম্বাইয়ের মালেগাঁও থেকে সৈয়দ মোহাম্মদ আমিনুল কাদরী, শ্রীলঙ্কা থেকে এহসান রাজা কাদরী সহ বহু আলেম উলেমায়েগন।