সেখ রিয়াজুদ্দিনঃ
পশ্চিমবঙ্গে সর্ব ধর্ম সম্মন্বয়ের যে মেলবন্ধন,তা দেশের অন্যান্য রাজ্যে অভাব রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আর্থ সামাজিক উন্নয়নের যে ছোঁয়া ছড়িয়ে পড়েছে তাকে স্বাগত জানান সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস অনুমোদিত মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। মঙ্গলবার বীরভূমের বোলপুর সংলগ্ন মহিদাপুর হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হন। আগামী ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পরীক্ষা সংক্রান্ত নানা বিষয়ে খোঁজ খবর নেন।পাশাপাশি উন্নত পঠন পাঠনে কোন সমস্যার সম্মুখীন হলে রাজ্য সরকারের অধীনস্থ উক্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগের জন্য আহ্বান জানান।অন্যদিকে স্থানীয় অভিভাবকদের সঙ্গেও মিলিত হয়ে সামাজিক বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিতে দেখা যায়।রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত সবসময় এই জেলার মানুষের পাশে আছে বলে তিনি জানান।এছাড়াও রাজনৈতিক বিষয় সম্পর্কে বলেন রাজ্যের গন্ডী ছাড়িয়ে সর্ব ভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে যে লড়াইয়ের ডাক সেক্ষেত্রেও জনমানসে প্রশংসা অর্জন করেছে। বীরভূমের মাটিকে অনেকেই কলুষিত করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা সফল হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ফারহাদ। তিনি আরও বলেন যেভাবে ফিরহাদ হাকিম সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে রাজনৈতিক কর্মসূচি পালন করে তা অনন্য। রাজ্যের প্রতিটি জেলায় যেভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, ঠিক সেই রকম বীরভূম জেলাতেও সকল শিক্ষক -শিক্ষিকা শিক্ষাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল ভাবে কাজ করছে।এদিন একেএম ফারহাদ নিজহাতে মহিদাপুর হাই মাদ্রাসার হস্টেলের পড়ুয়াদের হাতে চকলেট কলম তুলে দেন। উপস্থিত ছিলেন মহিদাপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ কামরুপজমান, শিক্ষক ইসমাইল হক, ফজলে মাওলা খান, অর্নব সরকার, উসমান আরিফ, কেতাব উদ্দিন, কওসার আলি, কাজল সেখ, প্রদীপ মন্ডল সাইফুল্লাহ প্রমুখ।