শম্ভুনাথ সেনঃ
স্বেচ্ছায় রক্তদানে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে। চাকুরী থেকে অবসর গ্রহণে, জন্মদিনে কিংবা বিবাহ অনুষ্ঠানেও আয়োজন হচ্ছে রক্তদান শিবিরের, সমাজের পক্ষে যা খুব মঙ্গল। বীরভূমের দুবরাজপুর “মাদৃক সংঘ” ময়দানে আজ ১৬ ফেব্রুয়ারি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায়, স্থানীয় ডেলিসিয়াস ক্যাটারারের উদ্যোগে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে সিউড়ি সদর ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। এদিন ২৪ জন যুবক-যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন, তাদের মধ্যে দুজন মহিলা, এ তথ্য জানিয়েছেন সিউড়ি সদর হসপিটালের মেডিকেল টেকনোলজিস্ট অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। রক্তদান শেষে সরকারি শংসাপত্র ও ডোনার ক্রেডিট কার্ড রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরসভার পুরপিতা পীযূষ পান্ডে, দুবরাজপুর আর.বি.এস.ডি হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল, স্থানীয় কাউন্সিলর ভাস্কর রুজ, বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রিয়নীল পাল প্রমুখ।