মেহের সেখঃ
প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে লাভপুরে ফুল্লরা মহামেলা শুরু হয়। এবছর ফুল্লরা মহামেলার শুভ সূচনা ঘটেছিল ৫ ফেব্রুয়ারি রবিবার। ফুল্লরা মেলা সূচনার দিন থেকেই ময়ূরাক্ষী বীরভূম নামক সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে লাভপুর ফুল্লরা মহামেলায় রীতিমত স্টল দিয়ে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রথম দিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেছিলেন লাভপুরে তৃণমূলের ব্লক সভাপতি তরুন চক্রবর্তী। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যেমন শারীরিক পরীক্ষা করা হয়েছে। তেমনি চোখেরও পরীক্ষা হয়েছে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যে সব চিকিৎসকেরা বিভিন্ন দিনে ছিলেন তাদের মধ্যে কয়েকজন চিকিৎসক হলেন ডাক্তার সুকুমার জানা, ডাক্তার সৌম্যজিৎ চট্টরাজ, ডাক্তার এস. এম . হোসেন প্রমুখ। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিনামূল্যে যেমন ওষুধ প্রদান করা হয়েছে। তেমনি কারো চোখের কোনো সমস্যা থাকলে তাকে চশমার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পরিচালনার দায়িত্বে ছিলেন ড. বিমানকুমার চৌধুরী, ইন্দ্রাণী চন্দ্র, অর্চনা দলুই, সমাপ্তি সাহা, পূরবী মুখার্জী, শ্রেয়সী রায়, মানসী চট্টরাজ, অসীম দাস, শুদ্ধদেব সাহা, বামদেব হাজরা, বাপি সরকার প্রমুখ ময়ূরাক্ষী বীরভূমের সদস্য / সদস্যাগণ। ফুল্লরা মেলায় স্বাস্থ্য পরীক্ষা শিবির সম্পর্কে বলতে গিয়ে ময়ূরাক্ষী বীরভূমের সভাপতি ডাক্তার সুকুমার জানা এবং সম্পাদিকা বিদিশা ঘোষ জানিয়েছেন — মেলার প্রতিটি দিনেই অসংখ্য মানুষ তাঁদের স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে গেছেন। মূলত লাভপুরের মতো গ্রামীণ এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষেই তাঁরা প্রতি বছর এই ধরনের আয়োজন করে থাকেন।