বিজয়কুমার দাসঃ
বিগত কয়েক বছর ধরেই খাটু শ্যামের বিগ্রহ আনয়নকে কেন্দ্র করে সাঁইথিয়ার মাড়োয়ারি সম্প্রদায়ের একাংশ মেতে ওঠে উৎসবে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিগ্রহ আনয়নের পর চলে ভজন কীর্তনের আসর। পরে আবার শোভাযাত্রা সহকারে শহর পরিক্রমার মাধ্যমে বিগ্রহ যথাস্থানে পৌঁছে দেওয়া হয়। বুধবার ১৫ ফেব্রুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে রাস্তার দুপাশে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিল। রংবেরঙের নিশান হাতে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ-যুবক-যুবতী, শিশুদের শোভাযাত্রা ছিল নয়ন নন্দিত। সমগ্র শোভাযাত্রায় ছিল ভজন কীর্তন নামগানের আয়োজন। ইসকনের ভক্ত মহিলাদের কৃষ্ণ নাম গানে মুখরিত ছিল শহর। প্রত্যেকের হাতে ছিল সুদৃশ্য নিশান। হলুদ আবির আকাশে ছড়িয়ে শহর জুড়ে অকাল বসন্ত এসেছিল শ্যাম ফাগুন উৎসবে।