সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান

বিজয়কুমার দাসঃ

১৫ জানুয়ারি সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া ও কৃতী ছাত্র ছাত্রীদের মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সকাল থেকে সারাদিন ব্যাপী এই উৎসবে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি মেধা পুরস্কার প্রদান ও বিদ্যালয় প্রাঙ্গণে একটি মুক্তমঞ্চের উদবোধন।এছাড়া শিক্ষক শিক্ষিকাদের নাটক, সঙ্গীত, নৃত্য সহ বাংলা ব্যাণ্ডের অনুষ্ঠান। সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। বিদ্যালয়ের প্রাক্তনী বিচারপতি সুনীল গুঁই এর স্মৃতিতে তাঁর পরিবারের অর্থানুকূল্যে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে সুনীল মঞ্চ নামে একটি মুক্তমঞ্চের উদবোধন হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পর মূল মঞ্চে অনুষ্ঠিত হয় কৃতী ছাত্র ছাত্রীদের মেধা পুরস্কার প্রদানের অনুষ্ঠান। নীহার দত্ত পরিবারের অর্থানুকূল্যে ও পল্লবী দত্তর স্মৃতিতে রঘুনাথ দে প্রদত্ত অর্থানুকূল্যে এই মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপিতা বিপ্লব দত্ত, শুভানুধ্যায়ী সব্যসাচী দত্ত, এস আই সৌগত ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক বরুণ ভাণ্ডারী, পুর প্রতিনিধি পিনাকীলাল দত্ত প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধু রায় ঘোষণা করেন, এই বিদ্যালয় কয়েক বছর পরেই শতবর্ষে পা রাখবে। সেই শতবর্ষ উদযাপনের লক্ষে প্রাক্তনী সংসদ গঠন করে শতবর্ষ উদযাপনের কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া ছিল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অভিনীত নাটক। রাতে সুনীল মঞ্চে অনুষ্ঠিত হয় মাইলস পরিবেশিত বাংলা ব্যান্ডের অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *