বীরভূমের মুরারইতে গ্রামীণ প্রাণী পালকদের স্বনির্ভরতার লক্ষ্যে উন্নত জাতের মুরগীর বাচ্চা তুলে দেওয়া হলো

শম্ভুনাথ সেনঃ

গ্রামের প্রাণীপালকদের স্বনির্ভর করার লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বায়োটেক কিষান হাব প্রকল্পের উদ্যোগে, প.ব. প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করার লক্ষ্যে আজ বীরভূমের মুরারই এলাকায় ৩০০ জন মুরগী পালকের হাতে ৩,০০০ বনরাজা জাতের মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। মুরারই দু’নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তর থেকে এলাকার প্রাণী পালকদের আগেই বিজ্ঞানসম্মত ভাবে মুরগী পালন করার জন্য পাঁচদিনের ট্রেনিং দেওয়া হয়। আজ আমদোল, নন্দীগ্রাম, রুদ্রনগর, পাইকর, মিত্রপুর এমন সব এলাকার চাষীদের হাতে উন্নত জাতের মুরগি তুলে দেওয়া হয়। এই মুরগী পেয়ে খুশি ব্যক্ত করেন প্রাণীপালকরা। এদিন মুরগী তুলে দেন মুরারই ১ নম্বর ব্লক প্রাণীসম্পদ বিভাগের চিকিৎসক ডাঃ কমল আদক।

ছবি ও ভিডিও : দিপু মিঞা, মুরারই, বীরভুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *