
উত্তম মণ্ডলঃ
ভারত পাবলিক স্কুলের দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রাজনগরে। রাজনগর ডাকবাংলো মাঠে আয়োজিত একদিনের এই প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাদের সঙ্গে মাঠে হাজির ছিলেন এলাকার কৃতি ফুটবলার কাজী ফিরোজ, সাংবাদিক মহম্মদ সফিউল আলম থেকে বিভিন্ন বিশিষ্টজনেরা। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এ বিষয়ে বিদ্যালয়ের তরফে শিক্ষক রাহী খান জানান, শরীরচর্চা, বিনোদন থেকে ক্ষুদেদের মধ্যে নতুন প্রতিভার খোঁজেই আমাদের এই উদ্যোগ।