নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
২১ ফেব্রুয়ারি সকালে সাঁইথিয়া পুরসভার একুশে মঞ্চে শহিদ স্মৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন পুরপিতা বিপ্লব দত্ত সহ পুর প্রতিনিধিরা।সন্ধ্যেয় ঐ একই মঞ্চে ভাষা শহিদ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নাচ গান কবিতায়। অনুষ্ঠানের শুরুতে পুরপিতা বিপ্লব দত্ত বলেন, শহরের যে কোন সাংস্কৃতিক সংগঠন এই মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করতে পারবে। একুশে ফেব্রুয়ারির তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন ড: আদিত্য মুখোপাধ্যায়, বিজয়কুমার দাস, দেবাশিস সাহা প্রমুখ। ভাষা শহিদ স্মরণে কবিতা পাঠ করেন ছড়াকার আশিস মুখোপাধ্যায় সহ জয়ন্ত মুখোপাধ্যায়, সুজাতা রায়, ঝিমকি ব্যানার্জী, দেবাংশু চক্রবর্তী প্রমুখ। সঙ্গীতে হিমাদ্রি মন্ডল, সুশোভন মন্ডল ও সম্প্রদায়ের গান এবং রেশমী চ্যাটার্জী, পিয়ালি দাস, কবীর সেন বরাটের পরিচালনায় নৃত্যানুষ্ঠান ও বেণু কমল নৃত্য প্রতিষ্ঠানের ভাষা শহিদ স্মরণে নৃত্যানুষ্ঠান ছিল সুপরিবেশিত। অনুষ্ঠানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠরত বাংলাদেশের বেশ কয়েকজন ছাত্র যোগ দিয়ে কবিতা, গান ও শহিদ স্মরণে অংশ নিয়েছিলেন।