শম্ভুনাথ সেনঃ
আজ ২৪ ফেব্রুয়ারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হলো ৷ এই উৎসব উপলক্ষে যোগ দিতে গতকালই শান্তিনিকেতনের আম্রকুঞ্জে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগেই ছাতিমতলায় গিয়ে শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী।পরে রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখে সমাবর্তনে অংশ নেন তিনি৷ সঙ্গে ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। প্রথা অনুযায়ী কয়েকজন পড়ুয়াদের হাতে শংসাপত্র ও সপ্তপর্ণী (ছাতিমপাতা) তুলে দেন দুই কেন্দ্রীয় মন্ত্রী৷ সমাবর্তন উৎসবের মঞ্চে এসে আবেগে আপ্লুত হন রাজনাথজী৷ “আপনাদের কাছে এসে আমার খুব ভালো লাগছে”—- বক্তৃতার শুরুতে বাংলায় তিনি এই সম্বোধন জ্ঞাপন করেন৷ তাঁর এই বাংলা ভাষণের সঙ্গে সঙ্গে চারদিক থেকে ‘সাধু, সাধু’ রবে আন্দোলিত হয় শান্তিনিকেতনের আকাশ বাতাস। তিনি উপস্থিত পড়ুয়াদের ‘প্রিয় সন্তান’ বলে সম্বোধন করেন৷ “শান্তিনিকেতনে বাংলার ভূমিকে প্রণাম জানিয়ে রাজনাথ সিং বলেন, মহান দার্শনিক গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে আমি শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি। সমাবর্তন শেষে বিশ্বভারতীর অন্যতম কলাভবন ঘুরে দেখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য সকলেই৷