শম্ভুনাথ সেনঃ
কৃষি নির্ভর বীরভূম। আর বীরভূমের কৃষি মূলতঃ বৃষ্টি নির্ভর। দিন দিন ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাচ্ছে। দেখা দিচ্ছে জলের সংকট। তেমন সময়ে ভূগর্ভস্থ জল বাঁচাতে এবং কম জলে চাষের পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি দপ্তর। এই উদ্দেশ্যে “আত্মা” (Agricultureal technology management agency) প্রকল্পের উদ্যোগে বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের অন্তর্গত “মাটির সৃষ্টি” প্রকল্প এলাকায় কৃষকদের নিয়ে আজ ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় একদিনের কৃষি প্রশিক্ষণ কর্মশালা। কম জলে কি কি ফসল, কিভাবে চাষ করা যায় এবং তা লাভজনক হয় এই নিয়েই চাষীদের দেওয়া হয় জরুরী পরামর্শ। তাছাড়া রাজ্যের “কৃষক বন্ধু প্রকল্প” কেন্দ্রের “প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে কিভাবে আবেদন করা যায় সে পরামর্শ দেওয়া হয়। এদিন স্থানীয় কুলেকুরি, পাঁচপুকুর, বেলসাড়া, চন্ডীপুর এলাকার ৫০ জন কৃষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। উপস্থিত ছিলেন কৃষক পরিবারের অবসরপ্রাপ্ত শিক্ষক ভূতনাথ ঘোষ, গুণধর মন্ডল সহ উদ্যোক্তাদের অন্যতম কাজল মন্ডল রবিন ব্যানার্জি প্রমুখ। কৃষি পরামর্শ দেন দুবরাজপুর ব্লকের আতমা প্রকল্পের ব্লক টেকনোলজি ম্যানেজার বিপ্লব পতি। প্রশিক্ষণ শেষে প্রতিক্রিয়া জানিয়েছেন কুলেকুরি গ্রামের এক কৃষক সাধন কুমার পাল।