
সেখ রিয়াজুদ্দিনঃ
কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে ফ্যাক্ট ফাইন্ডিং এর ৬ সদস্যের একটি দল শনিবার দুপুরে বীরভূম জেলার রামপুরহাট এলাকার বগটুই গ্রামে আসেন। উল্লেখ্য ২০২২ সালের ২১ মার্চ রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বগটুই গ্রামের ভাদু সেখ আততায়ীর ছোড়া বোমা ও গুলিতে নিহত হন। প্রতিশোধ হিসেবে সেই রাতেই অগ্নিসংযোগ সহকারে দশজন কে বাড়িতে ঢুকিয়ে মারার ঘটনা ঘটে। সেই ঘটনায় বাচ্চা শিশু সহ মহিলারা ও রেহাই পায়নি। সেই রাতের বিভৎস হত্যালীলা আজ ও জনমানসের মধ্যে আঁতকে ওঠার মতো স্মৃতিবিজড়িত রোমহর্ষক ঘটনা। ঘটনার পরিস্থিতি সামাল দিতে সেদিন মুখ্যমন্ত্রী পর্যন্ত সরজমিনে ছুটে আসেন। সরকারি আর্থিক সাহায্য সহযোগিতা ও নিহতের পরিবার প্রতি চাকরি দেওয়া হয়েছে। তবুও যেন গ্রামে এখনো অগ্নির দগদগে ঘা বিরাজ করছে। সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে এদিন কেন্দ্রীয় সরকার কর্তৃক ফ্যাক্ট ফাইন্ডিং এর ৬ প্রতিনিধি বগটুই গ্রামে আসেন। এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখন এবং নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে রিপোর্ট নিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়।