কথাসাহিত্যিক তারাশঙ্কর বিষয়ক আন্তর্জাতিক আলোচনাচক্র সিউড়িতে

বিজয়কুমার দাসঃ

তারাশঙ্কর স্মৃতি সাহিত্য সমাজ জেলায় তারাশঙ্কর চর্চায় নিয়োজিত দীর্ঘ কয়েক বছর। সংগঠনের প্রাণপুরুষ ড: দেবাশিস মুখোপাধ্যায় কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিরন্তর চর্চা চালিয়ে যাচ্ছেন।তারাশঙ্কর বিষয়ক তাঁর গ্রন্থগুলি তারাশঙ্কর চর্চায় সহায়ক ভূমিকা নিয়ে চলেছে। সেই তারাশঙ্কর স্মৃতি সাহিত্যসমাজ ও বীরভূম মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগ ও আয়োজনে ও বীরভূম মহাবিদ্যালয়ের IQAC র সহযোগিতায় বীরভূম মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল দুদিনের ( ২৪-২৫ ফেব্রুয়ারি,২০২৩) তারাশঙ্কর বিষয়ক আন্তর্জাতিক আলোচনাচক্র। কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মবর্ষ উপলক্ষে এই আয়োজন বলে জানিয়েছেন ড: দেবাশিস মুখোপাধ্যায় ও অধ্যক্ষ ড: পার্থসারথি মুখোপাধ্যায়।
২৪ ফেব্রুয়ারি নারায়নপ্রসাদ ভট্টাচার্যের পৌরোহিত্যে উদবোধনী পর্বের সূচনা হয় তপন দে সরকারের গাওয়া তারাশঙ্কর রচিত গানের মাধ্যমে।এই পর্বে অতিথির আসনে ছিলেন কথাসাহিত্যিকের পৌত্র অধ্যাপক অমলশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কথাসাহিত্যিকের প্রপৌত্র ড: অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, স্বামী সত্যশিবানন্দ মহারাজ, কলেজের পরিচালন সমিতির সভাপতি মলয় মুখোপাধ্যায়, কলেজের অধ্যক্ষ ড: পার্থসারথি মুখোপাধ্যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: ভীষ্মদেব চৌধুরী, সংগঠনের সভাপতি বিপিন মুখোপাধ্যায়, সংগঠনের শুভাকাঙ্ক্ষী নাট্যজন মহাদেব দত্ত প্রমুখ। স্বাগত ভাষণে সংগঠন সম্পাদক ড: দেবাশিস মুখোপাধ্যায় কথাসাহিত্যিকের একটি জীবনরেখা তুলে ধরেন তাঁর পঠিত বক্তব্যে। অতিথিদের ভাষণে ছিল কথাসাহিত্যিকের জীবন ও সাহিত্য বিষয়ক নানা তথ্যসমৃদ্ধ কথামালা।
এরপর শুরু হয় তারাশঙ্করের বিভিন্ন দিক নিয়ে আলোচনার অধিবেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: ভীষ্মদেব চৌধুরীর সভাপতিত্বে কথাসাহিত্যিক বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: রাহেল রাজীব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: রঞ্জন সাহা,সিধো কানহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: নবগোপাল রায় প্রমুখ।
আলোচনাচক্রের দ্বিতীয় দিন ড: ভীষ্মদেব চৌধুরীর সভাপতিত্বে কথাসাহিত্যিকের সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা করেন রাঁচী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: গৌতম মুখার্জী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: শ্যামলচন্দ্র দাশ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: বিশ্বজিৎ রায়।বিভিন্ন বক্তার মূল্যবান আলোচনায় সমৃদ্ধ হয়েছেন আলোচনায় উপস্থিত গবেষক ও শ্রোতৃবৃন্দ। দুদিনই অধিবেশন অন্তে গবেষকরা তারাশঙ্কর বিষয়ক আলোচনা উপস্থাপন করেন। বিভিন্ন অধিবেশন পর্ব ও উপস্থাপন পর্ব সঞ্চালনা করেন অদিতি বন্দ্যোপাধ্যায়, ড: মহুয়া সেন, সুশান্ত রাহা, শেফালি রায় ও তাপস সোরেন। এই আলোচনাচক্রের উদবোধনী পর্বে তারাশঙ্কর স্মৃতি সাহিত্যসমাজের মুখপত্র “অরণ্য – অগ্নি “র বিশেষ তারাশঙ্কর সংখ্যা প্রকাশিত হয়েছে অতিথিদের হাত ছুঁয়ে। দ্বিতীয় দিন শেষ অধিবেশনে ছিল শংসাপত্র প্রদান ও ধন্যবাদ জ্ঞাপনের পর্ব।কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মবর্ষে সিউড়ির এই আলোচনাচক্র ছিল প্রাসঙ্গিক ও মূল্যবান। এই বক্তব্য দুদিনের অধিবেশনে উপস্থিত অতিথি বক্তা, গবেষক ও তারাশঙ্করপ্রেমী শ্রোতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *