সেখ রিয়াজুদ্দিনঃ
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে দিদির সুরক্ষা কবচ নামক কর্মসূচিতে দিদির দূত হয়ে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত ভিত্তিক এলাকায় যাচ্ছেন দলীয় নেতা, মন্ত্রী, বিধায়ক ও সাংসদরা। পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনছেন। সেইরূপ বুধবার বীরভূমের দুবরাজপুর ব্লকের পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ও বাড়ি বাড়ি যান। সেইসাথে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় করমকাল গ্রামে সভা করেন। এলাকার মানুষের সমস্যা এবং অভাব অভিযোগ রয়েছে কিনা তা শোনার জন্য বাড়ি বাড়ি পরিদর্শন করেন। বিশেষ করে মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্প গুলি পাচ্ছে কিনা সে বিষয়ে খবরাখবর নেন সরাসরি উপভোক্তাদের কাছে গিয়ে। এদিন জামথলিয়া গ্রামে এসে ও গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনেন সিউড়ি বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। গ্রামবাসীরা বিধায়ককে কাছে পেয়ে পানীয় জলের জন্য আর্জি জানান। বিধায়ক বিকাশ রায়চৌধুরী গ্রামবাসীদের আশ্বাস দেন দু’তিনদিনের মধ্যে জলের ব্যবস্থা হয়ে যাবে। উল্লেখ্য গ্রামবাসীদের কাছে থেকেই জেলা পি. এইচ. ই বিভাগের আধিকারিকের সাথে ফোনে কথা বলেন এবং এবং গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে দু তিন দিনের মধ্যে সোলার সাবমারসিবেল গুলি ঠিক করে দিয়ে যাবে। রাউতাড়া, খোসবাসপুর সহ অকেজো হয়ে পড়ে থাকা সমস্ত সোলার সাবমারসিবেল গুলি ঠিক করে দিয়ে যাবে। বিধায়ক বলেন এটা তাদের ন্যায্য দাবি বা অধিকার। এগুলো আমাদের ও দায়িত্ব কর্তব্য।দু তিন মাস আগে খারাপ হয়েছে, আমাকে আগে খবর দিলে তখনই ব্যবস্থা করে দেওয়া হতো।