বিবাহ উপলক্ষ্যে রক্তদান শিবির আনন্দ উচ্ছাস সহকারে

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

স্বেচ্ছায় রক্তদানে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে। জন্মদিন অন্নপ্রাশন কিংবা বিবাহ অনুষ্ঠানেও আয়োজন করা হচ্ছে রক্তদান শিবিরের। সমাজের পক্ষে যা খুব মঙ্গল। বীরভূমের সদাইপুর থানার ভগবতীপুর গ্রামে মহম্মদ আসজাদ হোসেন এবং খাদিজা খাতুন তাদের শুভবিবাহ উপলক্ষে আজ ২ মার্চ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ভ্রাম্যমান এসি বাসে এই রক্তদান শিবিরে সিউড়ি সদর ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। এদিন আসজাদ সহ বর ও কনে পক্ষের মোট ৩০ জন আত্মীয়-পরিজন স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের মধ্যে ১জন মহিলা। এ তথ্য জানিয়েছেন সিউড়ি সদর হসপিটালের মেডিকেল টেকনোলজিস্ট অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। রক্তদান শেষে সরকারি শংসাপত্র ও ডোনার ক্রেডিট কার্ড রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিল বিয়ে বাড়ির আত্মীয়-স্বজনদের সঙ্গে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রিয়নীল পাল ও অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *