মানব পুতুল নাচ মঞ্চায়নে বিশ্বরেকর্ড বীরভূম সংস্কৃতি বাহিনীর

দীপককুমার দাসঃ

সর্বাধিক মানব পুতুল নাটক এর মঞ্চায়নের জন্য বিশ্বরেকর্ড করল লাভপুরের বীরভূম সংস্কৃতি বাহিনী। মধ্যপ্রদেশের ইন্দোরে ট্রান্স ওসিয়ানা ওয়ার্ল্ড রেকর্ড এর স্বীকৃতি হিসেবে মানপত্র তুলে দেওয়া হলো এই নাট্যসংস্হার কর্ণধার ডঃ উজ্জ্বল মুখোপাধ্যায় এর হাতে। ভারতীয় বিদ্যাভবন ও ইনফোসিস ব্যাঙ্গালুরুর আয়োজনে সংস্কৃতি দর্শণে বাংলার প্রাচীন লোকপরম্পরা মানব পুতুল নাটক বেহুলা লখীন্দর এর ৪১৬তম মঞ্চায়ণ হয় গতকাল সোমবার। সেখানে সর্বাধিক সংখ্যক মানব পুতুল নাচের জন্য ট্রান্স ওসিয়ানা ওয়ার্ল্ড রেকর্ড এর ঘোষনা করা হয়। ওয়ার্ল্ড রেকর্ড এর স্বীকৃতি হিসেবে মানপত্র বীরভূম সংস্কৃতি বাহিনীর নির্দেশক ডঃ উজ্জ্বল মুখোপাধ্যায় এর হাতে তুলে দেন লোকসভার প্রাক্তন স্পীকার সুমিত্রা মহাজন ও ট্রান্স ওসিয়ানা আমেরিকার ভারতীয় কর্ণধার জয়েস কোঠারী। এই স্বীকৃতি পেয়ে স্বভাবতই খুশি বেহুলা লখীন্দর মানব পুতুল নাটকের কুশীলবরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *