বীরভূমে বসন্তোৎসব উদযাপন অনুষ্ঠান বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে

শম্ভুনাথ সেনঃ

রাত পোহালে দোল উৎসব। এদিন সরকারি ছুটি। তাই তার আগেই আজ ৬ মার্চ বীরভূমের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র- ছাত্রীদের বসন্ত উৎসবের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সমবেতভাবে নাচ-গানে, কথা কবিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা সকলে একসাথে ঋতুরাজ বসন্ত বন্দনায় মেতে ওঠে। প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে, “আমাদের গ্রাম্য বিদ্যালয়, বেশিরভাগ পড়ুয়া প্রথম প্রজন্মের। তাদের একটু আনন্দ দেওয়ার জন্য এবং সাথে সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাংস্কৃতিক ভাবধারাকে তুলে ধরার লক্ষ্যে এই বসন্ত উৎসবের আয়োজন। উল্লেখ্য, করোনা অতিমারির কারণে সরকারি নিষেধাজ্ঞায় গতবছর অবধি স্কুলের নিয়মিত পঠন-পাঠন ঠিকমত হয়নি। ফলে ছাত্র -ছাত্রীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের দুরত্ব বেড়ে যায়। বাড়ে স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা। কমে যায় স্কুলের প্রতি আকর্ষণ। এই অবস্থা থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। তাই ছাত্র- শিক্ষক বন্ধন আরো অটুট করার লক্ষ্যে, পুরোনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য এবার এই বসন্ত উৎসবে মেতে ওঠেন ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *