সেখ রিয়াজুদ্দিনঃ
আরবি মাসের ১৫ই শাবানের রাতকে শবেবরাত বলে। যাহা আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠিত হবে শবেবরাত।শবেবরাত মুসলিম ধর্মালম্বী মানুষদের একটি উৎসব। পাশাপাশি এদিনেই বাংলার বসন্ত উৎসব দোল পূর্ণিমাও অনুষ্ঠিত হবে। সেজন্য সোমবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার পক্ষ থেকে শবেবরাত ও দোল উৎসব উপলক্ষে সমন্বয় বৈঠক আয়োজিত হয় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সৃজনী প্রেক্ষাগৃহে। এদিন স্থানীয় থানা এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে সমন্বয় বৈঠক আয়োজিত হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এদিন সমন্বয় বৈঠকে বলেন- “ধর্ম যার যার, উৎসব সবার”। এই বিষয়কে সামনে রেখে নিজের নিজের উৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। দোল উৎসবের দিনে কোনো ভাবেই আইন নিজের হাতে না নেওয়া, ভুল করে যদি কেউ রং দিয়ে দেয় তাহলে কোনোরূপ ঝামেলা না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না এবং ডিজে বক্স বাজানো সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ ডিজে বক্স বাজায় তাহলে মালিকের বিরূদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি শবেবরাতের রাতে শব্দবাজি নিষিদ্ধ থাকবে। সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি সদর সিআই কিশোর সিনহা চৌধুরী, সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়া, দুবরাজপুর ব্লকের জয়েন্ট বিডিও মীর সহেল শাখাওয়াত, জমিয়তে উলামায়ে হিন্দের জেলা সভাপতি মৌলানা আনিসুর রহমান সহ বহু বিশিষ্টজনেরা। এদিন উপস্থিত অতিথিরা শবেবরাত ও দোল উৎসবের গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে রাজনগর থানায় ও শান্তি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্থানীয় থানা প্রাঙ্গণে। সকলে যাতে সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে নিজ নিজ উৎসব পালন করতে পারেন সে বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। হোলি উৎসবে সাধারণ মানুষ মেতে ওঠেন রং খেলায়, কিন্তু এই রং খেলাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সকলকে নজর রাখার নির্দেশ দেওয়া হয় প্রশাসনিক তরফে। পাশাপাশি শবেবরাত উপলক্ষে শব্দবাজি ফাটানোর বিষয়ে যে প্রশাসনিক নির্দেশ রয়েছে তা যেন কেউ লংঘন না করেন সে বিষয়েও সতর্ক করা হয়। রাজনগর থানার সভায় উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন ,রাজনগর বিডিও শুভদীপ পালিত, চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চন্দ্রপুর পীযুষ কান্তি লায়েক, রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত, সমাজসেবী রানা প্রতাপ রায়, প্রদীপ দে , মাধব দত্ত, শেখ নাজু, শেখ কাবুল, সেখ মানিক, সেখ মন্টু সহ অন্যান্যরা ।