
শম্ভুনাথ সেনঃ
আজ বীরভূমের নলহাটি থানার চামটিবাগান মোড়ে রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। তাদের দাবী ঋণ নিয়ে আলু চাষ করে ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না। ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে আলু চাষীদের। আলু চাষিরা যাতে আত্মহত্যা করতে বাধ্য না হয়, শুধুমাত্র জোচ্চোর তোলাবাজদের পাশে না দাঁড়িয়ে সরকারকে চাষীদের পাশে দাঁড়ানোর দাবি তোলেন বীরভূম জেলা সিপিআইএম নেতা সঞ্জীব বর্মন—(বাইট)। বিক্ষোভকারীদের দাবি আলু চাষীদের ভূর্তুকি দিয়ে আলু কিনুক রাজ্য সরকার। এদিন এলাকার বিপুল সংখ্যক আলু চাষী এই অবরোধ-বিক্ষোভে অংশ নেন।