দুবরাজপুর বিধানসভা বিধায়ক কাপ ২০২৩ ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত পর্যায়ের খেলা, উপস্থিত বিধায়ক

সেখ রিয়াজুদ্দিনঃ

প্রাত্যহিক খেলা, শরীর চর্চার মাধ্যমে যেমন শরীর গঠন হয়, তেমনি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মন মানসিকতা ভালো থাকে এবং অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। জাতীয়তাবাদী ছাত্র যুব মঞ্চের পরিচালনায় এবং বৈদিক চেতনা ফাউন্ডেশনের উপস্থাপনায় গত ২৬ ফেব্রুয়ারি দুবরাজপুর শহর এলাকার মধ্যে দুবরাজপুর বিধানসভা বিধায়ক কাপ-২০২৩, ক্রিকেট টুর্নামেন্টের শুভসূচনা হয়। পরবর্তীতে খয়রাসোল ব্লকের কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের মামুদপুর মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিনের খেলা। তৃতীয় পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শনিবার। চুড়ান্ত পর্যায়ের খেলায় খয়রাসোল ব্লকের পাঁচড়া ও খয়রাসোল ক্রিকেট দল মুখোমুখি হয়। চুড়ান্ত পর্যায়ের ফলাফলে জানা যায় খয়রাসোল ক্রিকেট দল বিজয়ী এবং পাঁচড়া ক্রিকেট দল বিজিত হয়। এদিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ী দলকে দশ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলকে সাত হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অফ দি ম্যাচ, ম্যান অফ দি সিরিজ পুরস্কৃত করা হয় আয়োজকদের পক্ষ থেকে। এদিন খয়রাসোল মাঠে চুড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, পাঁচড়া গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দজী হারাজ, বিশিষ্টসমাজসেবী টুটুন নন্দী, গনেশ ঘোষ, রথিলাল সিংহ। এছাড়াও দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের জাতীয়তাবাদী ছাত্র যুব মঞ্চের কনভেনার নৃপেন্দ্রনাথ সৌ এবং সদস্য রামকৃষ্ণ সুত্রধর, নিলু মন্ডল, ভাস্কর মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রিকেট প্রেমী মানুষজন। একান্ত সাক্ষাৎকারে বিধায়ক কাপ ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানান দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *