শম্ভুনাথ সেনঃ
বর্তমান ভোগবাদের এই অস্থির সময়ে যুবক-যুবতী, শিশু থেকে বৃদ্ধ প্রায় সকলেই বিভিন্ন ভাবে মানসিক দিক দিয়ে বিধ্বস্ত ও বিপর্যস্ত। তাই মানসিক স্বাস্থ্য সঠিক রাখার বিষয়ে একদিনের কর্মশালার আয়োজন করে “পুরন্দরপুর স্পোর্টস একাডেমী”। সহযোগিতায় জেলা নেহেরু যুব কেন্দ্র। ১২ মার্চ সিউড়ি সংলগ্ন হাটজনবাজার রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয়ে স্থানীয় ৫০ জন যুবক-যুবতী এই এক দিবসীয় কর্মশালায় অংশ নেন। “মানসিক স্বাস্থ্য ঠিক রাখার সঠিক উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিউড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ কাজল চ্যাটার্জী। উপস্থিত ছিলেন কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেখ জালাল উদ্দিন, অধ্যাপক গোপীনাথ চৌধুরী, শিক্ষক শ্রীকান্ত ঘোষ, হিমাদ্রি ভাণ্ডারী প্রমুখ। এই কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নয়াপ্রজন্মকে জানান পুরন্দরপুর স্পোর্টস একাডেমির সম্পাদক শুভাশিস ভাণ্ডারী।