শম্ভুনাথ সেনঃ
বাবার মৃতদেহ বাড়িতে রেখেই আজ ১৬ মার্চ ইংরেজি পরীক্ষা দিলো উচ্চমাধ্যমিকের এক পরীক্ষার্থী মৌসুমী দলুই। পরীক্ষার শেষে দুপুরে সোজা বোলপুরের ভুবনডাঙ্গা শ্মশানে গিয়ে বাবার মুখাগ্নি সম্পূর্ণ করে এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, এই মৌসুমী বীরভূমের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের ছাত্রী। পরীক্ষার সিট পড়েছিলো বোলপুর শৈল্যবালা বালিকা বিদ্যালয়ে। উল্লেখ্য, মৌসুমীর বাবা অষ্টম দলুই (৩৯) ছোট্ট একটি চায়ের দোকান ক’রে সংসার চালাতেন। আজ ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। বাড়িতে রয়েছে মৌসুমীর মা এবং বছর পনেরোর এক বোবা বোন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানিয়েছেন এই নজিরবিহীন, মর্মান্তিক ঘটনায় ওই ছাত্রীকে স্কুল থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বাকি পরীক্ষার দিন গুলিতে প্রতিদিন মৌসুমীর বাড়িতে যাবেন বলে তিনি জানান। যাতে মনের দিক থেকে মৌসুমী ভেঙে না পড়ে এবং পড়াশোনা ও পরীক্ষায় কোনো সমস্যা না হয় সেদিকে নজর রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ ।