
শম্ভুনাথ সেনঃ
রক্তদান মানে পরোক্ষে জীবন দান।গ্রীষ্মে এলেই বাড়ে রক্তের চাহিদা। জেলা হাসপাতাল গুলিতে রক্ত সরবরাহের যোগান দিতে বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের “পণ্ডিতপুরে” আজ ১৬ মার্চ অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রামের যুব সমাজের উৎসাহ ও ব্যবস্থাপনায় এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা “প্রচেষ্টার” সহযোগিতায় গ্রামেরই নাটমন্দিরে আয়োজন হয় স্বেচ্ছায় রক্তদানের। সিউড়ি সদরের ব্লাড সেন্টার এই রক্ত সংগ্রহ করে। ১ জন যুবতী রাখী সাহা সহ মোট ১৮ জন এদিন স্বেচ্ছায় রক্ত দান করেন। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বামী সদাত্মানন্দ মহারাজ। এদিন রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় সরকারী শংসাপত্র। উদ্যোক্তাদের অন্যতম তপন দাস রক্তদানের পর জানিয়েছেন তার প্রতিক্রিয়া—-।এবারই প্রথম গ্রামের সমীর রুজ, সরোজ পাল রক্ত দিয়ে জানান তাদের অনুভূতির কথা।