বিশ্ব কবিতা দিবস উদযাপন বীরভূমের সিউড়িতে

শম্ভুনাথ সেনঃ

প.ব. গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ সিউড়ি শাখার উদ্যোগে ২১ মার্চ “বিশ্ব কবিতা দিবস” উদযাপিত হয়। এই উপলক্ষে এদিন সন্ধ্যায় বীরভূমের সিউড়ি শরদীশ রায় স্মৃতি সেবা সমিতির সভা কক্ষে বসে এক কবিতা পাঠের আসর। আলোচিত হয় কবিতার নানা দিক। বিশিষ্ট কবি ছড়াকার আশিসকুমার মুখোপাধ্যায় দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি জানান, বিশ্বের যে কোনো কবি তাঁর যে যে ভাষায় কবিতা লেখেন সেইসব কবিদের স্বীকৃতি পাওয়ার দিন আজ। কবি‌ তপন গোস্বামী ও তপন বন্দ্যোপাধ্যায় বলেন কবিতা বিষয় বৈচিত্রে ঐশ্বর্যশালী, একমুখী গন্ডীবন্ধতায় একে আবদ্ধ করা যায় না। এদিন মোট ২০ জন কবি ভিন্ন ভিন্ন স্বাদের কবিতায় তাদের নিজেদের অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠানে জীবনানন্দ দাশ ও সুকান্ত ভট্টাচার্যের কবিতার সুর পরিবেশন করেন অনুপম চক্রবর্তী ও বিপ্লব রায়। দুই বিশিষ্ট আবৃত্তিকার সঞ্জীব চক্রবর্তী, শান্তনু ঘোষাল কবি জয়দেব বসু ও অচিন্ত কুমার সেনগুপ্তর কবিতা শোনান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তড়িৎ কুমার ভাদুড়ী। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান শাখা সভাপতি দেবাশিস দত্ত। অন্যতম যুগ্ম সম্পাদক জানান আজকের পঠিত কবিতাগুলি আগামী দিনে ডিজিটাল আকারে প্রকাশ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *