শম্ভুনাথ সেনঃ
লটারির লোভে পড়ে বহু মানুষ সর্বশান্ত হচ্ছে। এদিকে এক শ্রেণীর লটারী ব্যবসায়ীদের জাল চক্র এজেন্টদেরকে অধিক কমিশনের প্রলোভন দেখিয়ে বীরভূমের মুরারই এলাকায় জাল বিছিয়েছে। চলছে জাল টিকিটের রমরমা কারবার। গোপন সূত্রে খবর পেয়ে মুরারই থানার পুলিশ জাল লটারি টিকিট বিক্রি করার জন্য আজ ২২ মার্চ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মুরারই থানা সংলগ্ন নতুনবাজারের সেখ ইসমাইল ও রিংকু সেখ এবং বনরামপুর গ্রামের সেখ মন্টু এই তিনজনকে লটারীর জাল টিকিট বিক্রি করার সময় পুলিশ হাতে নাতে ধরে ফেলে এবং তাদের গ্রেপ্তার করা হয়। অন্যদিকে লটারির জাল টিকিট বিক্রি করার দায়ে পাইকর থানার মিরপুর গ্রামের নুর আলম সেখ এবং সাগির সেখ কে গ্রেপ্তার করে পাইকর থানার পুলিশ। আজ এই দুজনকেও আদালতে পাঠানো হয় বলে থানা সূত্রে খবর।
ছবি ও ভিডিও: দীপু মিঞা, মুরারই, বীরভূম