বীরভূমের বগটুইতে সেই স্বজনহারা মিহিলাল সেখের বাড়ির উঠোনে বসে আজ প্রধানমন্ত্রীর ৯৯ তম “মন কি বাতে’র” আসর

শম্ভুনাথ সেনঃ

প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার বেলা ১১ টায় আকাশবাণী/দূরদর্শনে সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রীর “মন কি বাত” অনুষ্ঠান। আজ ২৬ মার্চ ছিল ২০২৩ এর ‘শেষ রবিবার’। প্রধানমন্ত্রীর ৯৯ তম “মন কি বাত” শোনার আসর বসে বীরভূমের সেই পরিচিত গ্রাম বগটুইতে। আগুনে পুড়িয়ে মারা হত্যাকাণ্ডে স্বজনহারা মিহিলাল সেখের বাড়ির উঠোনে বসে এই আসর। বড় টিভির পর্দায় “মন কি বাত” শোনার জন্য গভীর আগ্রহে উপস্থিত ছিলেন তাঁর বহু আত্মীয় পরিজন। ছিলেন সংখ্যালঘু শ্রেণীর মা ও মেয়েরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, জেলা সাধারণ সম্পাদক শান্তনু মন্ডল, জেলা মহিলা মোর্চা সভানেত্রী রশ্মি দে, ছিলেন মিহিলাল সেখ প্রমুখ। মন কি বাত শোনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। এই অনুষ্ঠান শোনার পর মিহিলাল শেখ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দেশবাসীর উদ্দেশ্যে আজ ৯৯ তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নানা কথা তুলে ধরেন। আজ তাঁর এই অনুষ্ঠানে দেশবাসীকে অঙ্গদানে এগিয়ে আসার আহ্বান জানান। অনেকেরই অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হয়। ভারত সরকার সারা দেশের জন্য অঙ্গদান বিষয়ে এক অভিন্ন নীতি প্রণয়ন করেছে বলে তিনি আজ তার মনের কথায় তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *