সেখ রিয়াজুদ্দিনঃ
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেশের জুড়ে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি। অনুরূপ সোমবার সিউড়ি শহর ও ব্লক এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে সিউড়ি শহরে একটি ধিক্কার মিছিল বের হয়। বীরভূম জেলার সিউড়ি শহর কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে রাহুল গান্ধীর ঘটনার প্রতিবাদে একটি ধিক্কার মিছিল বের হয়ে সিউড়ি শহর পরিক্রমা করে। এরপর সিউড়ি বাসষ্ট্যান্ড চত্ত্বর এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এদিন বক্তব্যের মাধ্যমে কংগ্রেস নেতৃত্ব বলেন চোরদের চোর বলার অপরাধে চক্রান্ত করে সাজা দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। আদালত ৩০ দিন সময় দিলেও সুযোগ না দিয়ে ২৪ ঘন্টার মধ্যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। এটা একটা চক্রান্ত। স্বৈরাচারী বিজেপি সরকার ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করে নিজের অপশাসনকে কাজে লাগিয়ে সর্বভারতীয় কংগ্রেসের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীজির সংসদ পদ খারিজ করেছে। তারই প্রতিবাদে সিউড়ি শহর কংগ্রেসের ডাকে আজকে সিউড়ি শহরর ধিক্কার মিছিল বের করা হয় এবং মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয় বলে দলীয় সূত্রে জানা যায়। এদিন ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন সিউড়ি শহর কংগ্রেস সভাপতি মুর্শেদ রেজা পিটু, সিউড়ি এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি বাবর আলী, সিউড়ি বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেস সভাপতি চন্দন গঁড়াই, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি চঞ্চল চ্যাটার্জী ও অসীম মুখার্জী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অভয় ভট্টাচার্য, সিউড়ি মহকুমা সভাপতি তরুণ ঘোষ সহ ব্লক ও জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।একান্ত সাক্ষাৎকারে সিউড়ি শহর কংগ্রেস সভাপতি মুরশেদ রেজা পিটু বলেন যে, সিউড়ি শহর ও ব্লক এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে সিউড়ি শহরে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে চোর মোদির কুসপুতুল দাহ করে স্বৈরাচারী বিজেপি তথা ভারত সরকারের অনৈতিক কার্যকলাপকে তীব্র ভাষায় ধিক্কার জানানো হলো আজকের কর্মসূচির মাধ্যমে।