গল্পের প্রতি আগ্রহ বাড়াতে গল্পকথার আসর

দীপককুমার দাসঃ

সিউড়ি কালিবাড়ি প্রাঙ্গণে রবিবার বিকেলে হয়ে গেল গল্পকথার ছোট গল্পের আড্ডা। এদিন এই অনুষ্ঠানে গল্পপাঠে অংশ নেন সংঘমিত্রা সরকার কবিরাজ ও বিশিষ্ট উপন্যাসিক দেবপ্রসাদ চট্টোপাধ্যায়। বর্ষীয়ান সঙ্গীত শিল্পী অলোকা গাঙ্গুলীর সঙ্গীত দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া ও সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মানবী সরকার। এরপর সংঘমিত্রা সরকার কবিরাজ ও দেবপ্রসাদ চট্টোপাধ্যায় স্বরচিত গল্পপাঠ করেন। গল্পদুটির উপর আলোচনায় অংশ নেন গল্পকথার অন্যতম সদস্য ডঃ সুব্রত নাগ ও সুষ্মিতা অধিকারী। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক সব্যসাচী রায় চৌধুরী, কৃষ্ণকমল রায়, বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পার্থসারথি মুখোপাধ্যায়, গল্পকথার অন্যতম প্রতিষ্ঠাতা দুই সম্পাদক শ্রীকান্ত অধিকারী ও সুব্রত নাগ প্রমুখ। গল্প রচনা ও গল্পের প্রতি আকর্ষণ বাড়াতে প্রতি মাসের শেষ রবিবার গল্পকথার উদ্যোগে গল্পপাঠের বৈঠক নিয়তিত হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে।সম্প্রতি শিশু কিশোর একাডেমীর পক্ষ থেকে লীলা মজুমদার স্মরণে যে গল্প লেখা প্রতিযোগিতা হয় তাতে গল্পকথার সঙ্গে যুক্ত পরিবারের দুই কিশোরী স্নেহাদৃতা রায় ও শ্রীনীলা অধিকারী গল্পপাঠে সাফল্য অর্জন করেছে। গল্পকথার আসরে দিন দিন নতুন প্রজন্ম যুক্ত হচ্ছে। মোবাইল আসক্তি কমানো ও সাহিত্যের প্রতি আর্কষণ বাড়ানোর জন্যই এই গল্পপাঠের আসরের উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *