CITU বীরভূম জেলা শাখার উদ্যোগে জেলা জুড়ে পরিবহন জাঠার উদ্বোধন হলো আজ

শম্ভুনাথ সেনঃ

সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর উদ্যোগে আজ ২৮ মার্চ বীরভূম জেলা ব্যাপী দু’দিনের পরিবহন জাঠার উদ্বোধন হলো। পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা, ন্যূনতম বেতন কাঠামো লাগু, পুলিশের জুলুম ও তোলাবাজি বন্ধ, মোটর ভেহিকেলস আইন-২০১৯ বাতিল এমন ১৮ দফা দাবীতে সিটুর নেতৃত্বে এই জাঠা ঘুরবে সারা জেলা জুড়ে। বীরভূমের মুরারই ভাদীশ্বর বাসস্ট্যান্ড থেকে আজ এই জাঠার উদ্বোধন হয়। এখান থেকেই নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, লাভপুর, কীর্ণাহার, আমোদপুর বোলপুর এমন জেলার বিভিন্ন প্রান্ত পরিক্রমার পর আগামীকাল সিউড়িতে এই জ্যাঠার পরিসমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন সিটুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মন। মুরারইতে আজ উদ্বোধনী অনুষ্ঠানে শ্রমিক পরিবহন কর্মী-সমর্থকদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটুর বীরভূম জেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী। স্থানীয় সংগঠক সঞ্জীব মল্লিক, খুরশেদ আলম, রাজ্য স্তরের নেতৃত্ব অমিতাভ সিংহ এই মিছিলে নেতৃত্ব দেন।

ছবি ও ভিডিওঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *