
দীপককুমার দাসঃ
১৫ দফা দাবিতে মঙ্গলবার বামেদের ছাত্র যুবদের সংগঠন এসএফআই ও ডি ওয়াই এফ আই বিক্ষোভ দেখালো সিউড়ির জেলা শাসকের দপ্তরে। রাজ্যে সমস্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালু, জেলার হাসপাতাল ও স্বাস্হ্য কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন, হাটজনবাজারে রেলের ওভারব্রিজের কাজ দ্রুত শেষ করা, শূণ্যপদে স্থায়ী নিয়োগ করা, ডেউচা পাঁচামী প্রস্তাবিত কয়লাখনি খোল মুখ বন্ধ করা, দূর্নীতি ও বিভাজনের রাজনীতি বন্ধ সহ মোট ১৫দফা দাবীতে এই বিক্ষোভ দেখানো হয়। ছাত্র যুবসংগঠনের সদস্যরা মিছিল করে জেলাশাসক দপ্তর প্রাঙ্গণে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। পুলিশের ব্যারিকেড উল্টে দেয়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয় ছাত্র নেতা ও পুলিশের তৎপরতায়।