উত্তম মণ্ডলঃ
আগে এলাকায় প্রচুর আখ চাষ হতো এবং সেই আখের নতুন গুড় দিয়ে পুজো হতো দেবী গুড়কালীর। এখন সেই আখ চাষ আর নেই, তবে রয়ে গেছে পুজোর ঐতিহ্য। আজ রাজনগর থানার গৌরীবাগান গ্রামে ভক্তদের হাতে পূজিতা হলেন দেবী গুড়কালী। এ পুজোয় কোনো ব্রাহ্মণ পুরোহিত লাগে না, গ্রামের “রায়” পদবীধারী ভুঁইয়া গোষ্ঠীর মানুষজন এই পুজো করে থাকেন। কয়েক বছর ধরে অরুণ রায় এই পুজোয় পুরোহিতের ভূমিকা পালন করে আসছেন। পুজোকে ঘিরে ছিল উৎসাহী মানুষের ভিড়। আখের নতুন গুড় থেকে তৈরি বিভিন্ন উপকরণ দিয়ে পুজো করা হলো লৌকিক দেবী গুড়কালীর।