
সেখ রিয়াজুদ্দিনঃ
রাজ্য ও কেন্দ্র সরকারের লাগামহীন দূর্নীতি ও অত্যাচারের প্রতিবাদে ও অত্যাচার মুক্ত পঞ্চায়েত ভোটের দাবিতে বুধবার বীরভূম জেলা কংগ্রেসের ডাকে রামপুরহাট এলাকার ভাঁড়শালা মোড়ে ধর্না অবস্থান কর্মসূচির মাধ্যমে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ধর্না অবস্থান মঞ্চে উপস্থিত জাতীয় কংগ্রেসের জেলা এবং ব্লক নেতৃত্ব রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে সোচ্চার হতে থাকে। ধর্না মঞ্চে উপস্থিত জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রসিদ এক সাক্ষাৎকারে বলেন যে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের কাছে টাকা পাবো, দিচ্ছেনা বলে দুদিন ধরে নাটক করবেন পশ্চিমবঙ্গের জনগণের কাছে। মানুষের মন গলানোর জন্য। পশ্চিমবঙ্গ আজকে চোরে চোরে ভর্তি হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আজকে চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, ডিসিআর চুরি ইত্যাদি চুরি চুরিতে বাংলার মানুষ জর্জরিত। আর কেন্দ্র সরকার রাহুল গান্ধীর যে সাংসদ পদ খারিজ করেছে তার প্রতিবাদ জানানো, সেই সাথে আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে সন্ত্রাস মুক্ত নির্বাচন হয় তারজন্য আজকের ধর্না অবস্থান। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মিল্টন রশিদ, সৈয়দ কসফাদোজা, উত্তীয় মুখার্জি, শাহজাদ হোসেন প্রমুখ।