বীরভূমের কচুজোড় জঙ্গলে প্রকৃতি পুজোর আয়োজন: স্থানীয় মানুষের ভিড়

শম্ভুনাথ সেনঃ

সুস্থ পরিবেশ, উন্নত সমাজ গড়ার লক্ষ্যে আজ ২৯ মার্চ বীরভূমের কচুজোড় জঙ্গল সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় “প্রকৃতি পূজা”। বক্রেশ্বর প্রকৃতি জনজাগরণ ট্রাস্টের উদ্যোগে আদিবাসী নৃত্য ও ঝুমুর গান সহযোগে প্রকৃতি পুজোর মাধ্যমে মেতে ওঠেন স্থানীয় মানুষজন। কচুজোড় কলোনির বনকুমারী তলায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক হরনাথ ঘোষ,নাট্যকার শিতেন্দু দাস, পশু চিকিৎসক মিলন রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগীত শিল্পী নারায়ণ কর্মকার তার নিজস্ব কথা ও সুরে নৃত্যের তালে তালে তুলে ধরেন প্রকৃতি আরাধনার প্রাসঙ্গিক গান। আদিবাসী শিল্পীরা ঢাক, ধামসা-মাদল, শঙ্খধ্বনি, উলুধ্বনি সহযোগে এদিন পশু পাখিদের খাবার পরিবেশন ও বৃক্ষে বৃক্ষে জলসিঞ্চন করা হয়। জীবিকার দিশা দিতে উদ্যোক্তাদের পক্ষ থেকে ৬টি ছাগল প্রদান করা হয় স্থানীয় এক পশুপালক তপন কোড়াকে। মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। প্রকৃতি পুজোর লক্ষ্য এবং উদ্দেশ্য তুলে ধরেন সংস্থার অন্যতম সদস্য কবি অসীম শীল। বক্রেশ্বর প্রকৃতি জনজাগরণ ট্রাস্টের কর্ণধার তথা অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ বিশ্বাস জানান, আমরা প্রাকৃতিক জীব। প্রকৃতিকে সুস্থ রাখতে পারলে তবেই আমরা সুস্থ হয়ে বাঁচতে পারবো। প্রকৃতির কাছে মানুষ আজও বড় অসহায়। তাই প্রতিবছর সংস্থার পক্ষ থেকে প্রকৃতি পূজার আয়োজন করা হয় বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *